স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে বেসরকারি লিক্ষক-কর্মচারীদের পেনশন স্কিম
চালু করতে শিক্ষামন্ত্রী ও ঊর্ধ্বতন কর্তৃকপক্ষকে বিবেকবান হওয়ার
পরামর্শ কেউ দিতে পারেনি। মানুষ গড়ার কারিগর শিক্ষক সমাজ দু'ধরনের।
সরকারি শিক্ষক-কর্মচারী ও বেসরকারী শিক্ষক-কর্মচারী। দু'ধরনের শিক্ষা
প্রতিষ্ঠান নিয়ন্ত্রন সরকারি অফিস ও একই শিক্ষাবোর্ড। একই সিলেবাস, একই
ফল, একই সার্টিফিকেট ও একই শিক্ষাবোর্ড সার্টিফিকেট প্রদান করেন।
শুধুমাত্র পেনশনের বেলায় বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বঞ্চিত করা হচ্ছে।
যে দেশে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেনশন স্কিম চালু নেই অথচ সেই দেশেই
সার্বজনীন পেনশন চালুর চিন্তা-ভাবনা ও ব্যবস্থাপনা নিয়ে গবেষণা চলছে।
এতে কি বোঝা যায় ? জনসাধারণ সামনের দিনে কি স্বপ্ন দেখছে?
বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা-নেত্রী কেন বসে আছেন? তাঁদের
দাবী আদায় কি একান্ন বছরেও পূরণ হবে না? এ অবস্থায় বেসরকারি
শিক্ষক-কর্মচারীদের পেনশন জরুরীভিত্তিতে চালু করার জন্য বেসরকারি শিক্ষক
সমিতি সরকারের নিকট দাবী জানাবেন। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি
আকর্ষণ করছি।