দ্রব্যমূল্যের উর্ধগতি ঠেকাতে সেনবাগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার। শুক্রবার সন্ধ্যায় তিনি কানকির হাট ও গাজীরহাট বাজার মনিটরিং করেন এ সময় গাজীর হাট মোড়ে সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য মুছে ফেলার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া ব্যবসায়ীদের পণ্যমূল্য তালিকা প্রদর্শন ও অযথা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির বিষয়ে সতর্ক করেন।