প্রকৃতি ও পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সভাপতি সম্পাদকসহ ৫ জনের নাম ঘোষণা করা
হয়েছে। শুক্রবার (৪ মার্চ) রাতে সবুজ আন্দোলন শেরপুর জেলা কমিটি ওই নাম
ঘোষণা করেন।
এতে সভাপতি এম. সুরুজ্জামান, সাংবাদিক মিজানুর রহমান সাধারণ সম্পাদক,
অভিজিৎ সাহা ও নুরুল আমিনকে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং আমিরুল ইসলামকে
সাংগঠনিক সম্পাদক নির্বাচন করা হয়। একইসাথে আগামী এক সপ্তাহের মধ্যে
উপজেলার পূর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা থেকে অনুমোদন নেয়ার জন্য বলা হয়েছে
বলে জানান সবুজ আন্দোলন শেরপুর জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মোঃ নাঈম ইসলাম।
শুক্রবার রাতে সবুজ আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, শেরপুর
জেলা শাখার আহ্বায়ক মোঃ মেরাজ উদ্দিন এবং সদস্য সচিব ও শেরপুর সদর উপজেলা
পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা নালিতাবাড়ী উপজেলার সভাপতি ও
সাধারণ সম্পাদকের নাম অনুমোদন প্রদান করেন।