মেহেরপুরে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ কৃষি ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। এ সময় তার বসত ঘরের নিজ কক্ষে তল্লাশী চালিয়ে ৫২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটক কৃষি ব্যাংক কর্মকর্তার নাম মোস্তফা মনোয়ার। সে বাংলাদেশ কৃষি ব্যাংকের মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর শাখায় জুনিয়র কর্মকর্তা পদে কর্মরত আছেন। শনিবার ভোরে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১ টার দিকে নেশাগ্রস্থ অবস্থায় শহরের স্টেডিয়ামপাড়ায় ভাড়া বাসায় কৃষি ব্যাংক কর্মকর্তা মোস্তফা মনোয়ার বাসার গ্যারেজে থাকা মটরসাইকেল ভাংচুর শুরু করে। এ সময় পুলিশ স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে। পরে তার বসত ঘর তল্লাশী চালিয়ে ৫২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।শনিবার ভোরে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি তদন্ত জুলফিকার আলী জানান, আটক ব্যাংক কর্মকর্তার নামে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।