রংপুরের কাউনিয়ায় এক বৃদ্ধার সরকারি বয়স্ক ভাতার টাকা আত্মসাতের অভিযোগে গ্রাম পুলিশ সাজু মিয়াকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। সাজু মিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমজকুর গ্রামের আবদুল শেখের ছেলে।
শুক্রবার (৪ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে।এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে সাজুকে গ্রেফতার করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাজেমজকুর এলাকার গ্রাম পুলিশ সাজু মিয়া গত বছর একই এলাকার তালিকাভুক্ত বৃদ্ধা মমেনা বেগমের বয়স্ক ভাতার তিন হাজার টাকা মুঠোফোন থেকে কৌশলে তার মোবাইলে নিয়ে নেন। পরে ওই বৃদ্ধা বিষয়টি জানতে পেরে সাজুর কাছে টাকা ফেরত চান। কিন্তু গ্রাম পুলিশ সাজু ওই বৃদ্ধার টাকা ফেরত দিতে অস্বীকার করেন। দীর্ঘদিন ঘুরেও টাকা উদ্ধার করতে না পেরে অবশেষে বৃহস্পতিবার কাউনিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন মমেনা। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, প্রাথমিক তদন্তে ওই বৃদ্ধার ভাতার টাকা আত্মসাতের ঘটনাটি প্রমাণিত হওয়ায় অভিযোগটি এজাহারভুক্ত করা হয়। পরে রাতে অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত গ্রাম পুলিশ সাজু মিয়াকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। কোর্ট জিআরও মুজহারুল ইসলাম জানান, এখনও শুনানি হয়নি। আসামিকে কোর্ট হাজতে রাখা হয়েছে।