আইনের সংস্পর্শে আসা শিশু,কিশোরী ও মহিলাদের অবস্থানের চট্টগ্রাম বিভাগের একমাত্র প্রতিষ্ঠান হাটহাজারীর ফরহাদাবাদস্থ মহিলা ও শিশু-কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন (সেফ হোম) এর উদ্যোগে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ ২০২২ উপলক্ষে গৃহিত কর্মসুচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানের হলরুমে “বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, একাত্তরের মুক্তি সংগ্রামের মুলধন” শীর্ষক প্রতিযোগিতায় ৩২ জন শিশু-কিশোরী রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু প্রদত্ত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের দৃশ্যটি অঙ্কন করে। ফলাফল ঘোষণার পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর। বিচারকের দায়িত্ব পালন করেন অফিস সহকারী মোঃ কামরুল হাসান,সমাজকর্মী লাভলী বড়ুয়া,রাজিয়া সুলতানা ও ফাহমিদা খাতুন।