চট্টগ্রামের হাটহাজারীতে কৃষি জমির মাটি (টপ সয়েল) কাটার অপরাধে একটি এস্কেভেটর, বহন কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতবুধবার দিবাগত রাতে উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকা থেকে এসব জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই অপরাধে জব্দকৃত ট্রাকের মালিকদের ১ লক্ষ টাকা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। অপরদিকে এস্কেভেটরের মালিক অনুপুস্থিত থাকলেও পরবর্তীতে তাকেও জরিমানা করা হবে বলে জানান,উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।