কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা পল্লীবিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের বরাদ্দকৃত খুটি চুরির মামলায় সামছুল হক নামের একজনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠিয়েছে কচাকাটা থানা পুলিশ। গ্রেপ্তার সামসুল হক (৪০) নাগেশ্বরী পৌরসভার হীরার খামার গ্রামের মৃত্যু আবদুল হকের সন্তান।
পল্লীবিদ্যুতের কচাকাটা অভিযোগ কেন্দ্রের লাইনম্যান-১ আবদুল করিমের দ্বায়ের করা মামলা সূত্রে জানা যায়, বুধবার বিকালে কেদার ইউনিয়নের কদমতলা মর্ডাণ ক্লিনিকের কাছে ভূরুঙ্গামারী কচাকাটা সড়কের পাশে সংযোগের জন্য পোতার উদ্দেশে রাখা পল্লীবিদ্যুতের একটি খুটি সামসুল হকসহ পাঁচ ছয়জন লোক ঠেলাগাড়ি যোগে চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় খবর পেয়ে পল্লীবিদ্যুতের কয়েকজন কর্মী ঘটনাস্থলে গিয়ে সামসুলকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পরে আটক সামসুল হক, বিদ্যুতের খুটি, খুটিবহনের টেলাগাড়ি সহ কচাকাটা থানায় সোপর্দ করে সন্ধ্যায় একটি মামলা দ্বায়ের করা হয়।
স্থানীয়রা জানান, পল্লীবিদ্যুতের একটি দালালচক্র দীর্ঘদিন থেকে নকশা বর্হিভূত স্থানে অবৈধ উপায়ে বিদ্যুতের খুটি পুতে সেচের লাইনসহ বাড়িতে বিদ্যুতের লাইন দিয়ে থাকেন। এসব অবৈধ লাইন দিয়ে গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নেন।
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম জানান, বিদ্যুতের খুটি চুরির ঘটনায় গ্রেপ্তার ব্যাক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে। খুটি চুরির সাথে জড়িত অন্যান্যের তদন্ত করে বের করা হবে।