লাউয়াছড়া জাতীয় পার্কে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত এবং শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে বন্যপ্রাণীর মৃত্যুরোধে গাড়ির গতি নিয়ন্ত্রণ কর্মসুচির উদ্বোধন হয়েছে।
'বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি'--এ স্লোগানকে সামনে রেখে লাউয়াছড়ায় বন্যপ্রাণী অবমুক্ত ও লাউয়াছড়ার অভ্যন্তর দিয়ে প্রবাহমান প্রায় ৮ কিলোমিটার সড়কে বন্যপ্রাণীর মৃত্যুরোধে যানবাহনের গতিবেগ ঘন্টায় ২০ কিলোমিটারে সীমিত রাখার বিষয়ে সচেতনতামুলক কর্মসূচির উদ্বোধন করা হয়।
মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মেহেদী হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যপ্রাণী অবমুক্ত ও গাড়ির গতি নিয়ন্ত্রণ কর্মসুচির শুভ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, ফরেস্ট রেঞ্জার শহিদুল ইসলাম, লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন মানিক প্রমুখ।
লাউয়াছড়া জাতীয় পার্কের সহ-ব্যবস্থাপনা কমিটি এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের আয়োজনে এ কর্মসূচিতে লাউয়াছড়া জাতীয় পার্কের দুই প্রান্তে যানবাহনের গতিবেগ ২০ কিলোমিটারে সীমিত রাখতে বিভিন্ন যানবাহনের চালককে সচেতন করা হয়। একই সাথে গাড়িতে স্টিকার ও এ সম্পর্কিত লিফলেট বিতরন করা হয়।
এছাড়াও সচেতনতামুলক কর্মসুচিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বেসরকারি সংস্থা সুফল ও প্রতিবেশ, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থানা পুলিশ, র্যাব, ট্যুরিস্ট পুলিশ, স্কাউটের সদস্যবৃন্দ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, পরিবেশ কর্মীগণ উপস্থিত ছিলেন।