রাজারহাট উপজেলায় কুড়িগ্রাম জেলা পরিষদের বাস্তবায়নে বৃহস্পতিবার(৩ মার্চ) ডাক বাংলোর নবনির্মিত ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ¦ মো: জাফর আলী। এ উপলক্ষে জেলা পরিষদের নির্বাহী ফরিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌর মেয়র মো: কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম, থানার অফিসার ইনচার্জ মো: রাজু সরকার, অধ্যক্ষ আলহাজ¦ সফিকুল ইসলাম রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ শাহের উদ্দিন ধনী, ইউপি চেয়ারম্যান সাদেকুল হক নুরু প্রমুখ। জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মাহবুবা বেগম লাভলী ও চাকিরপশার ইউপি চেয়ারম্যান আবদুস ছালামের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি চাষী এম এ করিম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো: আবুল কাশেম মোল্লা, যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল চাঁদ, ইউপি চেয়ারম্যান মো: এনামুল হক, আবদুল মালেক পাটোয়ারী নয়া, প্রেসক্লাবের সভাপতি এম এ বাবলু ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।