রংপুরের মিঠাপুকুরে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে লেপ,কম্বল, বালিস সহ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোতাহার হোসেন মওলা।
মঙ্গলবার (১লা মার্চ) রাতে উপজেলার চেংমারি ইউনিয়নের কোমরপুর গ্রামে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের মাঝে ৪টি তোসব,লেপ,কম্বল সহ খাদ্য সামগ্রী ও নগদ টাকা দেন তিনি।
এসময় আ.লীগ নেতা মওলা বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি মিঠাপুকুর বাসীর বিপদে -আপদে পাশে থাকার।স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মাধ্যমে অগ্নিকান্ডের বিষয়টি জানতে পেরে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে এসে তাদের এই বিপদের দিনে পাশে দাড়ানোর চেষ্টা করেছি’।
প্রসঙ্গত গত মঙ্গলবার রাতে মিঠাপুকুর উপজেলার চেংমারি ইউনিয়নের কোমরপুর গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আলহাজ¦ ইদ্রিস আলীর বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ৯ টি ঘর সহ একটি সারের দোকান পুড়ে ছাই হয়ে যায়।