দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র জোয়ার ভাটার নদী ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান পরিচালনা করে১০হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌ থানা পুলিশ।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মেমিনূল ইসলাম ভূইয়া (পিপিএম) এর নেতৃত্বে নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সদরঘাট নৌ থানার ওসি এবি এম মিজানুর রহমার খান বলেন, কর্ণফুলী নদী ও হালদা নদীর মোহনার হাইচার চর এলাকা থেকে আনুমানিক ১০হাজার মিটার সুতার ভাসান জাল পাতানো অবস্থায় জব্দ করা হয়।এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।