চট্টগ্রামের হাটহাজারীতে বুধবার জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের পক্ষ থেকে ্র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারী ভাবে এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার। উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা খালেদ বিন হোসাইন। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান। মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক, হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, শিক্ষা কর্মকর্তা সাঈদা আলম, ওসি (গোয়েন্দা) আমির হোসাইন। পূর্বাহ্নে একটি ্র্যালী পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।