কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্জাদায় ৪র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। মুজিব বর্ষের অঙিকার, রক্ষা করব ভোটাধিকার-এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ের আয়োজনে বুধবার বেলা ১১টায় এ উপলক্ষে একটি র্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা ও নতুন ভোটরাদের মাঝে স্মার্ট কার্ড প্রদান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহমেদ মাছুমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, পৌর মেয়র মোহাম্মদ হোসেন ফাকু, নির্বাচন কর্মকর্তা আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, অফিসার ইনচার্জ নবীউল হাসান, শিশু বিতানের অধ্যক্ষ লিটন চৌধুরী প্রমুখ।