নানা আয়োজনের মধ্যে দিয়ে নোয়াখালীর সেনবাগে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। বুুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার ও সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলির নেতৃত্বে শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছরুল্যহ আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার ভূমি তাজমিন আলম তুলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কবির, ওসি (তদন্ত) ইমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন প্রমুখ। এ সময় পৌর সভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান মরিযাম সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।