ফরিদপুরের সদরপুরে প্রতারকের পাল্লায় পড়ে সর্বশান্ত হয়ে পড়েছেন গৃহবধু ফাহিমা আক্তার। মোবাইল ফোনের টাওয়ার বসানোর কথা বলে এবং অংশীদার্যী ব্যবসায়ের লোভ দেখিয়ে প্রায় ১৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে চম্পট দিয়েছে ঐ প্রতারক। ফলে স্বামী-সন্তানের বিদেশ থেকে পাঠানো টাকা খুঁইয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন এই গৃহবধ। এ নিয়ে পুলিশ সুপারসহ স্থানীয় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
প্রাপ্ত অভিযোগ ও ভুক্তভোগী জানায়, সদরপুর উপজেলার জড়িপের ডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী কাজেম খানের স্ত্রী মোসা: ফাহিমা আক্তার (৩৬) কে স্থানীয় জাহিদ হোসেন বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে মোবাইল টাওয়ার বসানোর কথা বলে তার কাছ থেকে গত বছরের জুন মাসে ১০ শতাংশ জমি ভাড়া চান। এতে তাকে প্রতি মাসে ৮০ হাজার টাকা দেবার কথা জানান। প্রতারক জাহিদের কথায় প্রলুব্দ হয়ে ফাহিমা আক্তার যৌথ ব্যবসার জন্য তার সাথে একটি চুক্তি করেন। পরবর্তীতে মোবাইল ফোন কোম্পানীর টাওয়ার বসানোর খরচ বাবদ কয়েক দফায় ফাহিমা আক্তারের কাছ থেকে ১৩ লাখ টাকা নেয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও টাওয়ার না বসানোয় ফাহিমা আক্তার বিষয়টি নিয়ে জাহিদের কাছে গেলে সে বলে, মাটি পরীক্ষার জন্য আরো ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়া লাগবে। নইলে কোম্পানি পুরো টাকাটাই মেরে দিবে। এসব কথা বলে আরো ২ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাসী থাকা স্বামীর পাঠানো জমানো টাকাটার পুরোটাই তুলে দেওয়া হয় জাহিদের কাছে। একসময় জাহিদ টাওয়ার না বসিয়ে গা ঢাকা দেন। বিষয়টি পরে স্থানীয় উপজেলা চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যক্তিদের কাছে জানান ফাহিমা আক্তার। সম্প্রতি, জাহিদ হোসেন টাকা নেওয়ার কথা স্বীকার করে পুরো টাকা ফেরত দেবার কথা জানান। কিন্তু টাকা না দিয়ে সে এখন টালবাহানা শুরু করেছেন বলে অভিযোগ করেন ফাহিমা আক্তার। ফাহিমা আক্তার জানান, তিনি জাহিদের কথায় না বুঝে এবং স্বামী সন্তানদের না জানিয়ে মারাত্বক ভুলটি করেছেন। স্বামীর পাঠানো পুরো টাকাটাই জাহিদ তার কাছ থেকে নানা প্রলোভন ও কৌশলে নিয়ে গেছে। এখন তিনি দু চোখে অন্ধকার দেখছেন। তার সংসার এখন নষ্ট হবার পথে। জাহিদের কারণে তিনি সর্বশান্ত হয়ে গেছেন। বর্তমানে তিনি মানবেতর ভাবে দিন কাটাতে বাধ্য হচ্ছেন।
সর্বশান্ত ফাহিমা আক্তার এখন টাকা ফের পাবার আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। মঙ্গলবার পুলিশ সুপারের সাথে দেখা করে জাহিদের বিরুদ্ধে নানা অভিযোগ দিয়েছেন তিনি। এ ছাড়া সদরপুর থানায়ও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জাহিদ হোসেন এলাকায় না থাকায় এবং মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।