কুড়িগ্রামের নাগেশ^রীতে বেতনগ্রেড উন্নীতকরণের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতী পালন করেছেন তৃতীয় শ্রেণির কর্মচারীবৃন্দ। বাংলাদেশ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারী সমিতি (বাবিকাকস), জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) অফিসারের কার্যালয় (বাকাসস), প্রধানমন্ত্রী কর্তৃক ২০২১ সালের ৩৪ জানুয়ারি তারিখে অনুমোদিত এবং জন প্রশাসন ন্ত্রণালয় হতে প্রস্তাবিত পদনাম পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণে অর্থমন্ত্রণালয়ের সম্মতির দাবিতে মঙ্গলবার বেলা বেলা ১০টা থেকে উপজেলা প্রশাসন চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী নিহার রঞ্জন ব্যানার্জী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ আজানুর রহমান, ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার এনামুল হক প্রমুখ। আগামী ২৪ মার্চ পর্যন্ত কর্মসূচি পালন করা হবে বলে এ সময় জানান বক্তারা।