রংপুরে বালু উত্তোলনের মহা উৎসব চলছে। রংপুর নগরীর ৩১ নং ওয়ার্ড এর নাজিরদিগর এলাকায় মরা ঘাঘট নদী থেকে দিনরাত সমানে চলছে বালু উত্তোলনের উৎসব। মঙ্গলবার সকালে রংপুর প্রেসক্লাবের সামনে জোর করে অবৈধভাবে আবাদি ও বসতবাড়ীর মাটি উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববনন্ধন করেছেন রসিকের ৩১ নং ওয়ার্ড নাজিরদিগর বাসিন্দারা।
মানববন্ধন শেষে প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে জেলা প্রশাসক আসিব আহসান ও রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে স্বারক লিপি প্রদান করেন। প্রভাবশালী ভুমিদস্যুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করে আবাদি জমি ও রাস্তাঘাট বিলীনের হাত থেকে রক্ষার দাবি জানান ক্ষতিগ্রস্থ এলাকাবাসী। এই আবাদি জমিতে রবি শস্য ও প্রচুর আমন ধান ফলিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নাজিরদিগর এলাকার সাগর মিয়া, সামছুল হক, আবদুল সামাদ, শাহীনুর আলম, মঞ্জু মিয়াসহ এলাকার সিনিয়র মুরুব্বি, ছাত্রসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, অবৈধভাবে আবাদি ও বসতবাড়ীর মাটি উত্তোলন বন্ধ করতে হবে। সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ডের নাজিরদিগর এলাকায় ঘাগট নদী প্রভাবিত হইয়াছিল মরা ঘগটা নদী সংলগ্ন বিস্তীর্ণ আবাদি জমি ও বাড়িঘর রয়েছে। আমরা বালু উত্তোলনে বাধা দিলেই হুমকি প্রদান করে প্রভাবশালীরা। দর্শনা থেকে পানবাড়ি যাওয়ার সড়কটি ছিলো ভালো। এখন বালু উত্তোলনের ট্রাক বেশি যায়ায়ত করাতে ভেঙ্গে গেছে সড়কটি।
বক্তারা আরও বলেন, নাজিরদিগর এলাকার ভূমি দস্য হিসাবে চিহ্নিত মৃত আবদুস সাত্তারের ছেলে শাহিনুর আলমসহ বেশ কিছু লোকজন নিজের আবাদি জমি ও আশপাশের জমিতে পাম্প ও ভেকু দিয়া মাটি খনন করিয়া আবাদি জমি ওরকডীয় রাস্তা ঘাট বিলীণ করিতে থাকিলে স্থানীয় লোকদের মধ্যে চরমভাবে অসন্তোষ ও বিদ্বেষ চলমান রহিয়াছে।
যেকনো সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ আশঙ্কা বিদ্যমান। তাই আমরা ক্ষতিগ্রস্থ এলাকাবাসী নিরুপায় হয়ে আপনাদের সহওযাগীতা কামনা করছি। শাহিনসহ যেসব লোকজন বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণসহ মাটি খনন বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান এলাকা এলাকাবাসি।