বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে”, এই স্লোগান সামনে রেখে রংপুরে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর কাচারি বাজার এলাকায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কৃর্তপক্ষের সহযোগিতায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। আলোচনা সভায় রংপুরে আতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)গোলাম রব্বানীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রংপুর জীবন বীমা কর্পোরেশনের ডিপুটি জেনারেল ম্যানেজার আবদুল মজিদ, রংপুর জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আসিব পেলে, জীবন বীমা কর্পোরেশনের ডিপুটি ম্যানেজার সমসের আহমেদ, রংপুর জেলা পুলিশের প্রতিনিধি সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনরংপুর জীবন বীমা কর্পোরেশনের ম্যানেজার প্রশাসন বজলুর রহমান, হোসনে কামাল, জুনিয়ার অফিসার মাসুদ রানা, আল আমিন, আবদুল জলিল, আবদুল মতিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।