ফরিদপুরের আটরশির বিশ্বজাকের মঞ্জিল দরবার শরীফে বিশ্বওলি খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ ) ৪ দিনব্যাপী বিশ্ব ওরশ শরীফ মঙ্গলবার শান্তিপূর্ন ভাবে শেষ হয়েছে।
মঙ্গলবার বাদ ফজর বিশ্ব মানবতার সুখ-শান্তি উত্তম সাফল্য কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেণ বিশ্বওলির আধ্যাতিক প্রতিনিধি আলহাজ¦ খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী। এ সময় সারা বিশ্বের মহামারী করোনা হাত থেকে রক্ষার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
ওরসে বিশ্বের প্রায় ১৭টি দেশসহ দেশের কয়েক লক্ষ জাকেরান-আশেখানদের সমাবেশ ঘটে।
মঙ্গলবার সকালে বিদায় লগ্নে দরবার শরীফ থেকে পুখুরিয়া মওয়াঘাট পর্যন্ত গাড়ির যানযজটের সৃষ্টি হয় বলে ওরস পরিচালনা কারীর কমিটি সভাপতি মোঃ শহিদুল ইসলাম শাহিন জানান।