নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা বলেছেন, এস.পিকে নোয়াখালী থেকে ইউএনও ও ওসিকে কোম্পানীগঞ্জ থেকে চলে যেতে হবে। কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের ব্যাটারী চালিত অটোরিকশা চালক বলরাম মজুমদারের হত্যাকান্ডের সাথে কোম্পানীগঞ্জ থানার ওসি মোঃ সাজ্জাদ রোমন জড়িত। প্রশাসনের ছত্রছায়ায় সাংবাদিক মুজাক্কিরকে হত্যা করা হয়েছে। ৯মার্চ রাতে আমার পৌরসভা কার্যালয়ে পুলিশ ও অপশক্তিরা মিলে ২হাজার গুলি করেছে। সেসময় চরফকিরার সিএনজি চালক আলাউদ্দিনকে হত্যা করেছে। আমাদের শত শত কর্মীকে গুলি করেছে। আমার দলের কর্মীরা নানাভাবে অত্যান্ত দুর্বিষহ অবস্থার মধ্যে দিনাতিপাত করছে। চরফকিরাতে ব্যাটারী চালিত অটোরিকশা চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা খেয়েছে পুলিশ। গত দিন (সোমবার) মুছাপুরের ছোটধলীতে টাকা ছিনতাই করতে গিয়ে জনতার হাতেনাতে ধরা খেয়েছে ৩জন পুলিশ। এসব অপকর্মের সাথে নোয়াখালীর এসপি, কোম্পানীগঞ্জ থানার ইউএনও ও ওসি জড়িত।
তিনি মঙ্গলবার সকাল ১১টায় সরকারী মুজিব কলেজের ছাত্রী শাহনাজ পারভীন প্রিয়তার নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভায় এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহমেদ চৌধুরী বাবুল, বামনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ রাহবার হোসেন, সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন মিকন, চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন সোহাগ, কোম্পানীগঞ্জ উপজেলার নেতৃবৃন্দসহ বসুরহাট বাজারের ব্যবসায়ী ও সকল পেশাজীবীর লোকজন। ওদিকে কোম্পানীগঞ্জের স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
কাদের মির্জা বলেন, আমার বোন মুজিব কলেজের মেধাবী ছাত্রীর শাহনাজ পারভীন প্রিয়তাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। ওসি সাজ্জাদ একজন খুনি, এ খুনির কাছে খুনের বিচার চেয়ে লাভ নাই। নোয়াখালীর এস.পি সন্ত্রাসীদের গড়ফাদার, হত্যাকারীদের পৃষ্টপোষক এদের কাছে বিচার চেয়ে লাভ নেই। এখন সময় এসেছে প্রশাসনের বিরুদ্ধে নারী-পুরুষ সবাইকে রাস্তায় নেমে আন্দোলন করার।
কাদের মির্জা ওবায়দুল কাদেরকে উদ্দেশ্যে করে বলেন, আমরা কোন দেশে বসবাস করছি, এ এলাকায় কি কোন অভিভাবক নেই। এ এলাকার এমপি ওবায়দুল কাদের আজ-৩-৪ বছর ধরে এলাকায় আসেস না, এলাকার কোন খোঁজ খবর রাখেন না। এভাবে কি চলতে দেওয়া যায়। আমি কাউকে ভয় করি না, কারো রক্ত চক্ষুকেও ভয় করি না। আমাদের হারাবার কিছুই নেই, আর পাওয়ারও কিছু নেই। ওবায়দুল কাদের সাহেব আপনি যদি এসবের বিচার না করেন এর দায়-দায়িত্ব আপনাকে নিতে হবে।
তিনি কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিনকে উদ্দেশ্যে করে বলেন, সে একজন অপদার্থ, লম্পট। সে একবার ভোট চুরি করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, আরেকবার বিনা ভোটে নির্বাচিত হয়েছে। এ নিলর্জ্জ শাহাব উদ্দিনকে সমস্ত দায়ভার বহন করতে হবে। কোন অবস্থায় ছেড়ে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, যারা অপরাধ করে তাদের কাছে অপরাধীর বিচার চেয়ে লাভ নেই। আমি শতভাগ নিশ্চিত কোম্পানীগঞ্জ থানার ওসি বলরাম মজুমদারকে হত্যা করেছে। আমরা জননেত্রী শেখ হাসিনার নিকট এ ব্যাপারে স্মারক লিপি দেব, পরবর্তী পর্যায়ে ঢাকা সংবাদ সম্মেলন করব।
মির্জা বলেন, কলেজছাত্রী প্রিয়তা একজন নিরীহ, গরিব ও মেধাবী ছাত্রী। পড়ালেখার পাশাপাশি সে একটা ক্লিনিকে চাকুরী করে। তাকে হত্যা করা হয়েছে। গরিবের ওপর এত অত্যাচার কেন? এ সময় তিনি প্রিয়তার পিতা কে ৫০হাজার টাকা সাহায্য প্রদান করেন।
উল্লেখ্য, বসুরহাট সরকারী মুজিব কলেজের মেধাবী ছাত্রী শাহনাজ পারভীন প্রিয়তা রোববার রাতে কোম্পানীগঞ্জ মর্ডান হাসপাতাল থেকে চাকুরী শেষে বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের তার নানার বাড়ি ইয়াছিন মোল্লা বাড়িতে রিকশা যোগে যাওয়ার পথে জামাই টেকের পার্শ্বে ধান ক্ষেত্রের মধ্যে একদল দৃবৃর্ত্তরা ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা করে। খবর পেয়ে সোমবার দুপুর ২টায় পুলিশ তার লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসে।
তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার এস.আই রতন মিয়া জানান, তরুনীর শরীরের বিভিন্ন অংশে আঘাতে চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।