সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর উদ্দ্যোগে ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার সময় বিআরডিবি প্রশিক্ষণ হলরুমে সভাপতিত্ব করেন বিআরডিবির চেয়ারম্যান মোঃ ফরহাদ আলী। রায়গঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মোঃ আজিজুল হক তালুকদার, দপ্তর সম্পাদক উপজেলা আওয়ামী লীগ তৌহিদুল হক শাহিন, কে.এস.এস লিঃ এর ম্যানেজার মোঃ আবদুর রশিদ, ম্যানেজিং কমিটি সভাপতি মোঃ সাইদুল ইসলাম ও সদস্য আবদুর রাজ্জাক সহ ১শ ৯৮ জন কৃষক সমবায় সমিতির ও ৬০টি মহিলা সমবায় সমিতির মোট ২শ ৫৮ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় মোট ১৫টি এজেন্ডা ভিত্তিক আলোচনা হয় এবং সবগুলো এজেন্ডা সর্বসম্মতিক্রমে গৃহিত ও অনুমদিত হয়।