নীলফামারীর প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মনির উদ্দীন উচ্চবিদ্যালয় হল রুমে ওই সভার আয়োজন।
১ মার্চ ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদিউজ্জামান প্রধান চেয়ারম্যান খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি ছিলেন জাহানারা পারভীন,কার্তিক চন্দ্র রায় প্রধান শিক্ষক এম ইউ উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একান্ত ঋষি খোকশাবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার।
প্রধান অতিথির বক্তব্যে খোকশাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান প্রধান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে এ বিষয়ে আলোচনা করেন।