নোয়াখালী বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেন রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের খবর গণমাধ্যমে প্রচার হওয়ার মাত্রই আমাদের দেশের অসাধু ব্যবসায়ীরা দ্রব্য মূল্যে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। অস্বাভাবিক ভাবে দ্রব্য মূল্যের দাম বাড়াচ্ছেন। বাণিজ্যমন্ত্রী একজন ব্যর্থ মন্ত্রী, তার মন্ত্রনালয় ও ব্যর্থ। হঠাৎ হঠাৎ কোন কারণ ছাড়াই বাজারের দ্রব্য মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় প্রমাণ করে বাণিজ্যমন্ত্রনালয়ের ব্যবসায়ী কিংবা দেশের বাজারের উপর কোন নিয়ন্ত্রন নেই, বরং ব্যবসায়ীরা বাণিজ্যমন্ত্রনালয় নিয়ন্ত্রন করে।
তিনি রোববার রাতে তার নিজ পৌরসভা কার্যালয়ে ফেইসবুক লাইভে এসে এসব কথা বলে।
কাদের মির্জা বলেন বাণিজ্য মন্ত্রনালয়ের কাজ কি? সেমিনিারে বসে চেয়ারে ঘুমানো, আর কিছুদিন পর পর গণমাধ্যমে গণবাণী শুনাবেন। ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক চাঁদা নিয়ে দেশের মানুষের নিয়ন্ত্রন অসাধু ব্যবসায়ীদের হাতে তুলে দিবেন, যখন ইচ্ছে দ্রব্য মূল্য বৃদ্ধি করবেন। দেশটাকে জাহান্নামে ঠেলে দিতে মরিয়া এই দেশের আমলারা। আমলারা ব্যবসায়ীদের সিন্ডিকেট থেকে মোটা অংকের টাকা খেয়ে বিদেশে গাড়ি, বাড়ি করে তাদের সন্তানদের বিদেশে পড়ালেখা করায়। এদেশের মানুষের দুঃখ দুর্দশা বুঝার ক্ষমতা আমলাদের নেই। তারা তাদের আখের গোছাতে ব্যস্ত।
কাদের মির্জা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থতার সুয়োগ নিয়ে তার স্ত্রী ইশরাতুন্নেছা কাদের তার মন্ত্রনালয়ে পরোক্ষভাবে নিয়ন্ত্রন করে লুটপাট করে খাচ্ছে। এই মন্ত্রনালয়ের কথিত কর্মকর্তা কর্মচারীরাও লুটপাটে ব্যস্ত। সেতুমন্ত্রীর কথিত সহকারী জাহাঙ্গীর মন্ত্রীমহোদয়ের স্ত্রীর শেলটারে লুটপাট করে খাচ্ছে। জাহাঙ্গীর টাকা খেয়ে ওবায়দুল কাদের সাহেবের মন্ত্রনালয়ের বিভিন্ন প্রজেক্টে আউট সোসিংএ হাজার হাজার লোকদের চাকুরি দিচ্ছে, অথচ তার নির্বচনী এলাকা কোম্পানীগঞ্জ ও কবিরহাটে একজন বেকার যুবককেও চাকুরি দেয়নি।
মির্জা কাদের আরো বলেন, মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের কথিত অনুগত তথাকথিত এমপি নিজাম হাজারী কোম্পানীগঞ্জে গত ৭ ফেব্রুয়ারীর ইউপি নির্বাচনে সশস্ত্র সন্ত্রাসীদের দিয়ে ত্রাস সৃষ্টি করেছেন। আপনার সথে সম্পর্ক নিয়ে নানান লোক নানা কথা বলেন। সে হচেছ আলা উদ্দিন নাসিমের পা চাটা কুকুর। ওবাযদুল কাদের সাহেবের স্ত্রীর সাথে সম্পর্ক স্থাপন করে আজকে ওবায়দুল কাদেরের স্ত্রীর নির্দেশে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য নিজাম হাজারী চক্রান্ত করেছে।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে উদ্দেশ্য করে বলেন, কি খবর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী? আপনার দূর্নীতিবাজ পুলিশ কর্মকর্তারা সারাদেশে দূর্নীতি করে বেড়াচ্ছে। অথচ আপনার কোনো খবর নেই।