নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ৭নং ওয়ার্ড জামাইর টেকের পাশে জমি থেকে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করেছে দৃর্বত্তরা। পরে লাশ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
জানা যায়, এই কলেজ ছাত্রীর নাম শাহনাজ আক্তার পারভীন, সে বসুরহাট সরকারি মুজিব কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী এবং কোম্পানীগঞ্জ মডেল হাসপাতালের শিক্ষানবিশ নার্স হিসাবে কর্মরত। রোববার রাত ৯টায় হাসপাতাল থেকে ডিউটি শেষে তার নানার বাড়ি বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের ইয়াছিন মোল্লা বাড়িতে যাচ্ছিলেন। এ সময় জামাইর টেক নামক স্থানে এক দল দুর্বৃত্ত তার রিকশার গতিরোধ করে তাকে রিকশা থেকে নামিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে এবং একপর্যায়ে মেয়েটিকে হত্যা করে পালিয়ে যায়। যাওয়ার সময় মেয়েটির ব্যবহৃত মোবাইল থেকে সীম কার্ডটি নিয়ে যায়। পারভীন কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের মোঃ নুর নবীর মেয়ে। বসুরহাট পৌরসভা ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রাসেল জানায়, পুলিশ খবর পেয়ে বেলা ১১টায় ঘটনাস্থলে যান। দুপুর ২টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ মিজানুর রহমান জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালীতে প্রেরন করেন। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।