রংপুর নগরীর ইসলামপুর হনুমানতলা এলাকায় কাপড়ের মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এতে ১০টি দোকান ও তিনটি বাড়ি পুড়ে অন্তত ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।এসময় মার্কেট সংলগ্ন তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নগরীর হনুমানতলা এলাকায় আশরাফ আলী নামে এক ব্যক্তির নিজস্ব মার্কেটের দোকান থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানসহ মার্কেট সংলগ্ন তিনটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।এলাকাবাসীর অভিযোগ, খবর দেওয়ার অনেক পরে ফায়ার সার্ভিস এসেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ফায়ার সার্ভিস কর্মীদের আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
রংপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাসউদুল হক বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।