ফরিদপুরের সালথা উপজেলা ছাত্র লীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। রোববার রাতে জেলা ছাত্রলীগ এই কমিটির অনুমোদন দেন। কমিটি ঘোষনা হওয়ার পর নব-নির্বাচিত নেতারা তাদের সমর্থকদের নিয়ে সোমবার বিকালে উপজেলা সদরে একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সদরের প্রধান সড়ক প্রদিক্ষন শেষে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নতুন কমিটির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এরআগে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ান ও সাধারন সম্পাদক মো. ফাহিম আহামেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটির সভাপতি রায়মোহন রায় ও সাধারন সম্পাদক মো. শাহিন আলমের নাম ঘোষনা করা হয়। সহ-সভাপতি পদে নির্বাচিত করা হয় ফিরোজ খান, ইনামুল খান, প্রিন্স মুসা, হোসাইন আলী, রনিফ খান মুন্না, আজিম সরদার, সোহাগ মোল্যা, নাইমুজ্জামান খান, নিউটন মোল্যা, মো. মাসুম শেখ, সাকিব হাওলাদার ও সাগর মোল্যাকে। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত করা হয় রবিউল বাসার, সাজিদ মাহমুদ রাব্বী, ইসমাইল জবিউল্লাহ, কাজী শাওন ও তন্ময় সরদারকে। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয় হেলাল হাসান, মাহবুব হাসান আয়োন, নাজমুল মাতুব্বর, তানহা ইসলাম রাব্বী ও আনোয়ার কাজীকে। দপ্তর সম্পাদক পদে আবির রহমান নিয়ামত ও প্রচার সম্পাদক পদে সাগর মালো নির্বাচিত হয়।