ফরিদপুর সদর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শহরের ময়েজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক মোল্যা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহাবুবা আক্তার, আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা: জয়নুল আবেদীন, ময়েজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহমুদ আল সিদ্দিকী, ঈশান বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদুননাহার পান্না, আলহাজ¦ এম এ আজিজ স্কুলের ক্রীড়া শিক্ষক মো: মজিবুর রহমানসহ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।