আওয়ামীলিগের সাধাসণ সম্পাদক ও সেতুমন্ত্রীূ ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন নির্বাচনের অযোগ্য হয়ে পরেছে। বিএনপির প্রধান দুইজনই দন্ডপ্রাপ্ত, তারা কেউই নির্বাচনে অংশ নিতে পারবে না। তারা জনগণ থেকে পিছিয়ে পরেছেন। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবারের নির্বাচনেও জনগনের ভোটে জয় লাভ করবে। তবে আমাদের প্রস্তুত থাকতে হবে, প্রতিপক্ষকে দুর্বল ভাবা উচিত নয়।
২৮ ফেব্রুয়ারি সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চয়ালে যোগ দিয়ে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, গত নির্বাচনের মতো আগামী নির্বাচন সহজ হবে না। এবারের নির্বাচনকে সহজভাবে নিলে চলবে না। আওয়মী লীগ সব ধরনের শক্তি মোকাবিলা করবে।
এ নির্বাচনে হবে কঠিন লড়াই, তাই এবারের নির্বাচন হবে চ্যালেঞ্জিং।
তিনি বলেন, আওয়ামী লীগকে পরাজিত করার ক্ষমতা কারও নেই। এই নির্বাচন নিয়ে অনেক বেশি ষড়যন্ত্র হচ্ছে।
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, মনে রাখবেন শেখ হাসিনা ও আওয়ামী লীগ কাউকে নেতৃত্বের ইজারা দেয় না। তাই সঠিক পথে চলতে হবে। দল করবেন কিন্তু নিয়ম মানবেন না, অন্যায়ভাবে নমিনেশন দিবেন,সেই দিন আর নেই।
তিনি আরও বলেন আগামী নির্বাচনে আওয়মী লীগ আরও বেশি যোগ্য নেতৃত্বকে দায়িত্ব দেবে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। মনে রাখতে হবে সুসময়ের কর্মীরা দলের বন্ধু নয়, দুঃসময়ে যারা দলের পাশে থাকে তারাই প্রকৃত বন্ধু।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান যুগ্ন সম্পাদক ও তথ্য সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদ্ এর এম কামাল হোসেন, স্বস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানাসহ আরও কয়েকজন।
সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভার প্রাপ্ত সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ তালুকদার।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়-য়া, কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, সদস্য ও সিরাজগঞ্জ-৬ আসনের সাংসদ প্রফেসর মেরিনা জাহান কবিতা, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস।