সহকর্মী ও শিক্ষার্থীদের ভালো বাসায় সিক্ত হলেন আমিনুর রহমান খান। তিনি ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের চিফ ইনস্ট্রাক্টর (টেক)সিভিলে কর্মরত ছিলেন। সম্প্রতি চাকুরী থেকে অবসর গ্রহণ করেন।
আমিনুর রহমান খানের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা।
রোববার রাতে পলিটেকনিক ইন্সটিটিউটের অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো: আককাছ আলী সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: শামসুর রহমান।
বক্তব্য রাখেন, পলিটেকনিক ইন্সটিটিউটের সিভিল (টেক) চিফ ইনস্ট্রাক্টর আমিনুর রহমান খান, কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো: ইদরিস আলী, কো-চেয়ারম্যান নির্মল চন্দ্র শিকদার, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফরিদপুর জেলা শাখার সভাপতি মো: আজিজুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক এ কে এম সামছুল আলম মনি, যুগ্ম সাধারণ সম্পাদক সামচুদ্দীন তালুকদার, দৌলতপুর চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবদুল মান্নান, পলিটেকনিক শিক্ষক সমিতি ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখার সভাপতি মো: মজিবুর রহমান ভূইয়া, নাহিদা আক্তার।
অনুষ্ঠানের শুরুতেই আমিনুর রহমান খানকে সহকর্মী ও বিভিন্ন সংগঠণের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। সম্মননা স্মারক প্রদান করেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফরিদপুর জেলা শাখার নেতৃবৃন্দ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষকবৃন্দ, পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।