বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে রোববার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া, মধুখারী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালা, সাধারণ সম্পাদক রাধা রানী বৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক মিলি ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।