চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, আমাদের কাছে উচ্চ আদালতের তিনটি অর্ডার আছে।
সেখানে নদী ড্রেজিং করে বালু অপসারণের কথা উল্লেখ রয়েছে। কিন্তু বালু বিক্রি করার কোনো নির্দেশনা নেই। অথচ ব্যক্তি প্রতিষ্ঠান বালু উত্তোলন করে হাজার হাজার কোটি টাকার রাজস্ব সরকারকে বঞ্চিত করছে। আমরা চাঁদপুরে নদী রক্ষার জন্য মন্ত্রিপরিষদ সচিব, পানি উন্নয়ন বোর্ড, নদী কমিশন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও নৌ মন্ত্রণালয়ে বিষয়টি অবগত করে পত্র প্রেরণ করব।
তিনি ২৭ ফেব্রুয়ারি বেলা বারোটায় তার সম্মেলন কক্ষে চাঁদপুর জেলার নদী রক্ষা কমিটি সভায় এ কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব দাউদ হোসেন চৌধুরী, বিআইডব্লিউ টিএ, চাঁদপুর উপ-পরিচালক কায়সারুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, নৌ পুলিশ পরিদর্শক আশরাফ উদ্দিন ও পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন।
এসময় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন,
যে কোন খনিজ রাষ্ট্রের সম্পদ অনুমতি ছাড়া বিক্রি করা যায় না কিন্তু উচ্চ আদালতের কাছে যারা ড্রেজিং করার জন্য আবেদন করেছে তারা বলেছিল জনস্বার্থে নদীর নাব্যতা সংকট রোদে ড্রিঙ্ক করবে কিন্তু বেজিংয়ের পরে বালু গুলো নিয়ে কোনো নির্দেশনা চাওয়া হয় নাই এ ব্যাপারে বালু উত্তোলন করে বিক্রি নির্দেশনাও আদালত দেন নাই শুধুমাত্র ড্রেসিং করার অনুমতি দিয়েছে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি এ ব্যাপারে বিআইডব্লিউটিএ বা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ কোনো মনিটরিং করছে না।
জেলা প্রশাসক আরো বলেন, আমাদের সকল ডিপার্টমেন্ট বলছে নদীতে ব্যাপক বালু উত্তোলনের কারণে নদীর ক্ষতি হচ্ছে। ইলিশ উৎপাদন ব্যাহত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর ক্ষতি হচ্ছে, বিআইডব্লিটিএ বলছেন নদীর ক্ষতি হচ্ছে। মৎস্য গবেষণায়ও বলছে নদীর ক্ষতি হচ্ছে। আমরা বলছি সরকার কোন রাজস্ব পাচ্ছে না। হাজার হাজার কোটি টাকা রাজস্ব সরকারের লোকসান হচ্ছে। তাহলে লাভ কার হচ্ছে? সরকারের কোনো লাভ হচ্ছে না, কোন ডিপার্টমেন্টেরও লাভ হচ্ছে না। সাধারণ মানুষ বলছে নদীর কূল ভেঙ্গে যাচ্ছে। তাহলে জনস্বার্থে এই কাজটা আমাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে হবে, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে হবে।
উল্লেখ্য উচ্চ আদালতে রিট করে চাঁদপুর মেঘনা নদীতে গত এক যুগেরও বেশি সময় ধরে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। প্রতিদিন প্রায় আনুমানিক দুই-তিন কোটি টাকা বালু উত্তোলন করে বিক্রি করা হয় বলে জনশ্রুতি রয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসক রাজস্ব বিভাগ থেকে বালুমহাল ইজারা প্রথা থাকলেও উচ্চ আদালতের স্থগিতাদেশ করিয়ে সরকারকে রাজস্ব বঞ্চিত করে রেখেছে ওই চেয়ারম্যান। উচ্চ আদালতের অর্ডার নিয়ে নদী থেকে নির্বিচারে
বালু উত্তোলন করে বিক্রি করে শূন্য থেকে এখন শত শত কোটি টাকার মালিক চেয়ারম্যান সেলিম খান। চাঁদপুরের সকল মহলে তার নামে এমনই অভিযোগ উঠেছে।