চট্টগ্রাম -৫ হাটহাজারী আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন আইন শৃঙ্খলা রক্ষায় ইউ পি চেয়ারম্যান ও সদস্য ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। স্হানীয় সরকারের নির্বাচিত জন প্রতিনিরা যথাযথ ভাবে দায়িত্ব পালন করলে ইউনিয়ন, সমাজ ও দেশের উন্নয়ন হবে। যদি কোন কাজে জনপ্রতিনিধিরা বাধাগ্রস্হ হয় তাহলে প্রশাসনের সহযোগীতা চাইলে নিশ্চয়ই প্রশাসন সহযোগিতা করবে। তিনি রোববার উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, ভাইস চেয়ারম্যানদ্বয় যথাক্রমে নুরুল আলম বাসেক ও মোক্তার বেগম মুক্তা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও থানার ওসি রফিকুল ইসলাম।
সভায় বিভিন্ন ইউ পি চেয়ারম্যান ছাড়া ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, দিদারুল আলম বাবুল, গোবিন্দ প্রসাদ মহাজন, মোঃ খালেদ, অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নব যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত ও ইউ পির নব নির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।