ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী ছমিরমুন্সির হাট বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ১৫৩/)০৮ নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ছমিরমুন্সির হাট ড্রীম কমিউনিটি সেন্টারে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটে ৩২৩ জন ভোটারের মধ্যে ২৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান চৌধুরী সেলিমের উপস্থিতিতে রিটার্নিং কর্মকর্তা মহি উদ্দিন ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলে সভাপতি পদে ছাতা প্রতিকে ১৪৭ ভোট পেয়ে বশির আহমেদ বিজয়ী হন,তার নিকটতম প্রতিদ্বন্ধী তাজুল ইসলাম চেয়ার প্রতীকে পেয়েছেন ১৩৭ ভোট। সাধারণ সম্পাদক পদে কাজী হুমায়ুন কবির প্রজাপতি প্রতীকে ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ হারুনুর রশীদ গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ১৩৫ ভোট।
সহ-সভাপতি পদে।এশিয়ান টিভি ও দৈনিক বাংলাদেশের খবর সেনবাগ প্রতিনিধ এবং সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকক সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী বাই-সোইকেল প্রতীকে ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্ধী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার রবিউল হক মানিক দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১২৯ ভোট।
কোষাধ্যক্ষ পদে বাহার উল্যা বিনা প্র্তিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
এ ছাড়া সদস্য পদে মহিন উদ্দিন মহিন, মোঃ রেজাউল হক সেলিম, মোস্তফা পাটোয়ারী, নুরুজ্জামান ভুট্রো, সেলিম ,মোঃ শাহজাহান, জাহাঙ্গীর আলম, ,মোঃ মোঃ নুর নবী নির্বাচিত হন। নির্বাচিত কমিটি আগামী ৩ বছর দ্বায়ীত্ব পালন করবেন।