সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা মহিলা আওয়ামী লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার সকাল ১০ টায় মহিলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের ধানগড়া দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ লিনা হক লুৎফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুল হাদি আলমাজি জিন্নাহ। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাইদুল ইসলাম চাঁন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ হৃদয়, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি রানী দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম শিহাব, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ পাপিয়া পারভীন পরি, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মোছাঃ ফুয়ারা খাতুন, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মোঃ বাবুল আক্তার, ধানগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মনির হোসেন, ছাত্রলীগ নেতা রবিন সরকার প্রমূখ। শেষে কেক কেটে ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।