ফরিদপুরের মধুখালীতে উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেনের বদলীজনিত কারণে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মধুখালী উপজেলা আধুনিক মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মধুখালী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মীর নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম।
এ সময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, বিদায়ী সংবর্ধিত উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাসেদুল ইসলাম, চার ক্লাস্টার প্রধানদের মধ্যে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসিমা আক্তার, প্রধান শিক্ষকদের মধ্যে অলোকা বিশ্বাস, ওলিয়ার রহমান, কামরুল ইসলাম, স্বসতী রানী সিকদার, শারমীন সুলতানা, সুলাইমান, শেখ আ: রাফি, সহকারী শিক্ষখদের মধ্যে মোঃ আশিকুল আমিন, মনজুরুল ইসলাম, শেখ আবদুল করিম,সাইফুজ্জামন প্রমূখ। এ সময় উপস্থিত সকলে বিদায়ী শিক্ষা অফিসারকে নতুন কর্মস্থলের জন্য শুভকামনা জানান।