কুড়িগ্রামের চিলমারী উপজেলার হাট-বাজারগুলোতে ভেজাল সার ও কীটনাশক ওষুধ দেদারছে বিক্রি হচ্ছে। এতে করে চলতি মৌসুমের ইরি-বোরো আবাদের ক্ষতি হওয়ায় চাষিরা হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। গাবেরতল এলাকার কৃষক নজরুল ইসলাম জানান, থানাহাট বাজারের রাসায়নিক সারের দোকান থেকে সার কিনে এনে ইরি-বোরোর জমিতে প্রয়োগ করি। সার প্রয়োগের ১০ দিন গত হলেও আবাদের কোন প্রকার উন্নতি দেখা যায়নি। বালাবাড়ীহাট এলাকার কৃষক আকরাম হোসেন জানান থানাহাট বাজার থেকে কীটনাশক ওষুধ ক্রয় করে জমিতে প্রয়োগ করি এতে কোন প্রকার ফল পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কুমার প্রনয় বিষান দাসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান অনেক কৃষক সার ও ওষুধ প্রয়োগ করে আশানুরূপ ফলাফল না পাওয়ায় অফিসে অভিযোগ করে। এর ফলে গত ২০ ফেব্রুয়ারী অভিযান চালিয়ে থানাহাট বাজারের এক দোকান থেকে নকল গোøজিংক সার ১০প্যাকেট আর থিয়োভিট ভিটামিন ৩০ প্যাকেট জব্দ করে পরীক্ষার জন্য রংপুর এবং ঢাকা পাঠানো হয়। পরীক্ষার ফলাফল আসলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।