ঢাকা ট্র্যাক্সেস বারের সাবেক প্রেসিডেন্ট, বিএনপি নেতা ও বিশিষ্ট সমাজ সেবক অ্যাড. আব্বাস উদ্দীন ভূমি ও ঘরহীনদের মাঝে ঘর ও আর্থিক সহায়তা প্রদান করেছেন। রোববার সকালে পৌর এলাকার বড়ালী গ্রামে এসব সামাজিক কর্মকা-ে তিনি ব্যস্ত ছিলেন।
ওইদিন তিনি তাঁর ব্যক্তিগত অর্থয়ানে বড়ালী এলাকার মৃত আবদুল হামিদের স্ত্রী ফাতেমা বেগমকে নব নির্মিত একটি বসত ঘর তুলে দেন। একই সময় ওই এলাকারই তফুরের নেচ্ছাকে একটি বসত ঘর করে দেওয়াসহ ক্যান্সার আক্রান্ত কিশোর রবিউলের চিকিৎসার ব্যয় বহনের আশ^াস দেন। পরে, তিনি বড়ালী ফুলমতির নেচ্ছা ফোরকানিয়া মাদ্রাসা নির্মাণের জন্য ভূমির দলীল মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর ও নুতন ভবনের নির্মাণ কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির সভাপতি আমানত হোসেন গাজী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সহসভাপতি মনির হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক ইমাম হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন ও সদস্য সচিব আমজাদ হোসেন শিবলূ প্রমূখ।