চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর পরিষদের এক বছরের সফলতা- ব্যর্থতা,সেবা ও উন্নয়ন কর্মকা- সম্পর্কে উন্মুক্ত মতবিনিময়ের লক্ষে পৌর নাগরিকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রহনপুর রাবেয়া বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এ নাগরিক সভার আয়োজন করা হয়। রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খানের সভাপতিত্বে আয়োজিত সভায় স্বাগত বক্তব্য দেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খাঁন, মোফাজ্জল ইসলাম, শহিদুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মোকবুল হোসেন ফন্টু মিয়া, রহনপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সৈয়দ ফারুক হোসেন, রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা খাঁন রুবেল সহ পৌর পরিষদের সকল কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা- কর্মচারীগণ।
নাগরিক সভায় পৌর মেয়র মতিউর রহমান খাঁন গত এক বছরের সফলতা, ব্যর্থতা, সেবা ও উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরেন। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র।