ফরিদপুরে নবজাতকের মৃত্যুহার ও মাতৃমৃত্যুর হান কমাতে কাজ করছে স্বেচ্ছাএসবী সংগঠণ নন্দিতা সুরক্ষা। প্রতিটি গর্ভধারণ হবে নিরাপদ, প্রতিটি জন্ম হবে উৎসব এবং মা ও শিশু সবাই পরিপুষ্টতা নিয়ে বেঁচে থাকবে এই লক্ষকে সামনে রেখে কাজ করছেন সংগঠণের নেতৃবৃন্দ।
শনিবার ফরিদপুর পৌরসভার ২০ টি ওয়ার্ডের ৬শত নারীদের সাথে সচেতনতামূলক কমিউনিটি সমাবেশ করা হয়েছে। ইউএসএআইডি'র 'মামনি' মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্প, সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় সমাজের পিছিয়ে পড়া নারীদের নিয়ে সচেতনতামূলক কমিউনিটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের মাধ্যমে ৬শত জন নারীকে মা ও নবজাতকের স্বাস্থ্যসেবা সম্পর্কে অবগত করা হয়।
নন্দিতা সুরক্ষার সদস্য জান্নাতুল ফেরদৌস মিতু এর নের্তৃত্বে সম্পূর্ণ কার্যক্রমে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেন, তাহিয়াতুল জান্নাত, নাফিসা হক, সুপ্তি সাহা চিত্রা, মারিয়াহ মিজান, জান্নাতুন নাহার, মুমতাহিনা মিম, তাহাসিন জেবা।