ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মোট তেরটি কেন্দ্রে একদিনে এককোটি কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচীর আওতায় শনিবার দিনভর বীনামূল্যে করোনা টিকা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে সকাল ১০ টায় উপজেলা সদর বাজার বণিক সমবায় সমিতির অফিস কক্ষ কেন্দ্রে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, থানা অফিসার্স ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান ও ওই বণিক সমিতির সভাপতি মোঃ আলমগীর হোসেন মোল্যা উপস্থিত থেকে ভ্যাকসিন প্রদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন। এ ভ্যাকসিন প্রদান কর্মসূচির আওতায় উপজেলায় একদিনে মোট ৫ হাজার ৪০ জনকে বীনামূল্যে ভ্যাকসিন প্রদান করেছেন।
জানা যায়, কর্মসূচিটি বাস্তবায়ন করতে উপজেলায় তেরটি টিকাদান কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। অন্যান্য কেন্দ্রগুলো হলো-উপজেলা সদর ইউনিয়নের মৌলভীরচর উচ্চ বিদ্যালয়, এমকে ডাঙ্গী মাদ্রাসা, গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়, চরঅযোধ্যা উচ্চ বিদ্যালয়, চর সুলতানপুর উচ্চ বিদ্যালয়, চর হরিরামপুর ইউনিয়নের চরশালেপুর সিসি-১, চর শালেপুর সিসি-২, বাহারুল উলুম দাখিল মাদ্রাসা, চর ঝাউকান্দা ইউনিয়নের চর তাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর কল্যানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রহিম মেম্বারের বাড়ী সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থায়ী কেন্দ্র।