মাননীয় প্রধানমন্ত্রীর ১ কোটি টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়ন ও এক পৌরসভার প্রতিটি ওয়ার্ডে টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারী) সকাল থেকে শ্রীমঙ্গল উপজেলায় ২৭ হাজার ১৩৩ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। সকাল থেকে সমগ্র উপজেলায় উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে টিকা প্রদানের খবর পাওয়া গেছে।
সকাল থেকে মোবাইল টিম টিকা কার্যক্রম পরিদর্শন ও তদারকি করছেন। মোবাইল টিম বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শনে রয়েছেন। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্হ্য বিভাগ ও পুলিশ প্রশাসন সমন্বয়ে গঠিত মোবাইল টিমের নেতৃত্ব দিচ্ছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম। সাথে আছেন এসি ল্যা- মো. নেছার উদ্দিন, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার প্রমুখ।
ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়ন ও এক পৌরসভায় ৩৬ টি কেন্দ্রের মাধ্যমে ২৭ হাজার ১৩৩ জনকে টিকা প্রদান করা হবে। তিনি আরো জানান, আজ টিকা প্রদান শেষ না হওয়া পর্যন্ত টিকাকেন্দ্রগুলো খোলা থাকবে। টিকাদান কেন্দ্রগুলোতে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও টিকা দেওয়ার কার্যক্রম পরিচালনা করছে।
এদিকে, সকাল থেকে বিভিন্ন টিকা কেন্দ্রগুলোতে মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। তারা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে করোনার টিকা নিচ্ছেন। কারণ ২৬ তারিখের পর আর গণটিকাদান কর্মসূচি থাকবে না বলে জানানোর কারণে টিকা প্রত্যাশীরা করোনার টিকা নিতে টিকাদান কেন্দ্রগুলোতে আসছেন।
উল্লেখ্য, আজ যে কেউ টিকা নিতে চাইলে জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র কিংবা কোন নিবন্ধন ছাড়াই শুধুমাত্র মোবাইল নম্বরের মাধ্যমে প্রথম ডোজ টিকা নিতে পারবেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন। আর মোবাইল নম্বরের মাধ্যমে তাদের তথ্য নথিভুক্ত করে টিকা দেওয়া হবে। এরপর তাদেরকে একটি টিকা কার্ড প্রদান করা হবে। এই কার্ডই টিকার প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে।