মানবতা ও সত্য ইসলামের প্রচার ও প্রসারের পাদপীঠ বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্ সূফি খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেবের মহা পবিত্র উরস শরীফ শুরু হয়েছে।
শনিবার ফজরের নামাজের পর থেকে আনুষ্ঠানিকভাবে এই উরস শরীফ শুরু হয়।
প্রতি বছরের ন্যায় এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ফরিদপুরের সদরপুরের আটরশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ শনি, রবি, সোম ও মঙ্গলবার উরস শরীফ চলবে।
এবারের মহাপবিত্র উরস শরীফে সফলভাবে আয়োজনে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গত কয়েকদিন মহাপবিত্র উরস শরীফে দুরদুরান্ত হতে আশেকান-জাকেরান ও ভক্তগণ সেখানে সমবেত হয়।
বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুরে প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, এই মহাপবিত্র উরস শরীফে প্রাত্যহিক ফরজ এবাদতের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত এবাদতের পাশাপাশি নফল এবাদত অনুষ্ঠিত হচ্ছে। দয়াল নবী রাসুলে করিম (সা.), তদীয় সাহাবায়ে কেরাম, আহলে বায়াত, তরিকার ইমাম মুজাদ্দেদ আলফেসানী (রহ.), খাজা এনায়েতপুরী (কু.ছে.আ.) সহ সকল নবী-রাসুলগণ, ওলী-আউলিয়াগণের পাক আত্মা সহ, সকল বিদেহী মুসলমানদের আত্ম সওয়াব রেসানী করা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ ও জাতীর কল্যাণ কামনায় বিশেষ করে চলমান করোনা মহামারী সহ সকল প্রকার বালা-মুছিবত থেকে রক্ষা পাওয়ার জন্য মহান আল্লাহতায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হবে।
তিনি আরো বলেন, এই মহাপবিত্র বিশ্ব উরস শরীফের তারিখ পূর্বনির্ধারিত থাকায় প্রতিবছর ওই ধর্মীয় অনুষ্ঠানে লক্ষ লক্ষ আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমানগণ ও অন্যান্য ধর্মের ভক্তবৃন্দ গাড়ি, লঞ্চ, ট্রলারসহ অন্যান্য যানবাহনে উপস্থিত হন এবং যথাযথ ধর্মীয় ভাব গাম্ভির্যের সাথে মহাপবিত্র বিশ্ব উরস শরীফ উদযাপন শেষে নিজ নিজ গন্তব্যে প্রত্যাবর্তন করেন।
বিশ্ব জাকের মঞ্জিলের সম্বয়কারি মোঃ শাহিন মিয়া জানান, অসংখ্য আশেকান-জাকেরান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ও অন্যান্য ধর্মের ভক্তবৃন্দ বিশ্ব দরবার শরীফে উপস্থিত হয়েছে।
পবিত্র উরস শরীফে মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের অনুসারীগণ সমবেত হয়ে আধ্যাত্মিক ও পার্থিব মঙ্গল কামনায় মহান ¯্রষ্ঠার নিকট প্রার্থনা করে থাকেন। বিশ্বওলী হযরত মাওলানা শাহসুফী খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত ও প্রতিনিধি পীরজাদা আলহাজ¦ মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেবের নিকট হতে সকলের প্রতি মহাপবিত্র উরস শরীফের দাওয়াত করা হয়েছে