শুক্রবার ঘগভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মাঝকান্দি গ্রামীন ব্যাংকের সামনে থেকে একটি প্রাইভেটকার আটক করে ৬২৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফরিদপুর র্যাব-৮, সিপিসি-২। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো মিঠু(২৬), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-চুমুরদী, থানা-ভাংগা, মোঃ নুর ইসলাম(২০), পিতা-মৃত জলিল শেখ, সাং-কানাইপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর।
আটককৃতদের নিকট হতে ফেন্সিডিল ছাড়াও মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৫টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মধুখালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।