১০টি দেশের গেইমিং বাজারে একযোগে অভিষেক হতে যাচ্ছে ‘অ্যাপেক্স লেজেন্ডস মোবাইল’-এর। আইওএস এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে বিনামূল্যে খেলা যাবে পিসি ও কনসোল প্ল্যাটফর্মের জনপ্রিয় গেইমটির মোবাইল সংস্করণ। গেল বছর থেকেই কয়েকটি দেশে গেইমটির মোবাইল সংস্করণ নিয়ে পরীক্ষা চালাচ্ছিল এর নির্মাতা প্রতিষ্ঠান ‘রিস্পন এন্টারটেইনমেন্ট’ এবং প্রকাশক ‘ইলেকট্রনিক আর্টস (ইএ)’। রিস্পন ওয়েবসাইটের একটি পোস্ট বলছে, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, মেক্সিকো, পেরু, আর্জেন্টিনা এবং কলম্বিয়ার গেইমাররা ‘অ্যাপেক্স লেজেন্ডস মোবাইল’ ডাউনলোড করতে পারবেন। পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে ভারতের বাজারে উন্মুক্ত করা হয়েছিল গেইমটির বেটা সংস্করণ। তবে, ‘লিমিটেড রিজিওনাল রিলিজ’ তালিকায় নেই ভারত। এ প্রসঙ্গে কোনো ব্যাখ্যা দেয়নি ইএ বা রিস্পন। বিশ্বের অন্য দেশগুলোতে গেইমটি কবে নাগাদ ডাউনলোড করা যাবে সে প্রসঙ্গে কোনো তথ্য দেয়নি নিস্পন। প্রতিষ্ঠানটি বলছে, “লিমিটেড রিজিওনাল লঞ্চ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বৈশ্বিক বাজারে উন্মোচনের আপডেট জানাবো আমরা।” “আপনি যদি পরীক্ষায় অংশ নেওয়া দেশগুলোর নাগরিক হন, প্রি-রেজিস্ট্রেশন চালু আছে এখন। আমরা এখনো বিশ্বের বিভিন্ন জায়গায় অ্যাপটি পরীক্ষা করে দেখছি।” অ্যাপেক্স লেজেন্ডস এর মোবাইল সংস্করণটি ব্যবহারকারীর ফোনের উপযোগী কি না, সেটি নিশ্চিত হয়ে নেওয়া যাবে রিস্পনের এফএকিউ পেইজ থেকে। গেইমটি মোবাইল প্ল্যাটফর্মের জন্য হওয়ায় পিসি থেকে খেলার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ। কনসোল বা পিসি’র জনপ্রিয় গেইমগুলোর মোবাইল সংস্করণগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে সাম্প্রতিক বছরগুলোতে। বাজারে সফল হয়েছে পাবজি মোবাইল এবং কল অফ ডিউটি: মোবাইল। ভার্জ বলছে, ‘অ্যাপেক্স লেজেন্ডস মোবাইল’ ছাড়াও মোবাইল প্ল্যাটফর্মের জন্য একটি ‘ব্যাটলফিল্ড’ গেইম নিয়ে কাজ করছে ইলেকপ্রনিক আর্টস। তবে এখনো প্রাথমিক পর্যায়ে আছে গেইমটি।