চট্টগ্রামের হাটহাজারীতে ৮শ পিস ইয়াবাসহ মোঃ বেলাল (৪৩) ও মোঃ আবু তৈয়ব (৪২) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় ১ নং গেইট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
চট্টগ্রামের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোঃ মনজুরুল হক জানান, হাটহাজারীর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ১ নং গেইট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় আটককৃতদের দেহ তল্লাশি করে বেলালের কাছ থেকে ৫ শ ও আবু তৈয়বের কাছ থেকে ৩ শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে শুক্রবার মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।