ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের আঃ গফুর মৃধা ডাঙ্গী গ্রামে পদ্মা পারে মোঃ খলিল শিকদারের বসত বাড়ীর গোয়াল ঘর থেকে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে চারটি ষাড় গরু চুরি করে উধাঁও হয়েছে অজ্ঞাত চোরেরা। এতে ওই গৃহস্থ পরিবারের প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার সকালে চরভদ্রাসন থানার এস আই বিজয় কুমার ক্ষতিগ্রস্থ পরিবার পরিদর্শন করেছেন। এ ব্যপারে চরভদ্রাসন থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে।
জানা যায়, ঘটনার রাতে ওই পরিবারের সবাই ঘুমিয়ে পড়ছিল। গভীর রাতে অজ্ঞাত চোরেরা ক্ষতিগ্রস্থ চারটি গরু চুরি করার পর প্রতিবেশী আরেক বাড়ীর আরও দুইটি ষাড় গরু চুরি করে। ওই ষাড় গরু দু’টি তেজীমান হওয়ায় চোরদের হাত থেকে ছুটে দৌড়াদড়ি করতে থাকে। ষাড় গরুর ছোটাছুটির শব্দ শুনে এলাকার লোকজন জেগে ওঠে। পরে চোরেরা দ্রুত পালিয়ে উধাও হয়।