ফের টালমাটাল শেয়ারবাজার। গতকাল বৃহস্পতিবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৬ শতাংশেরও বেশি শেয়ারের দরপতন হয়েছে। সূচকের পতন হয়েছে দেড় শতাংশের বেশি। এক দিনেই ১০৯ পয়েন্ট হারিয়ে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬৮৩৯ পয়েন্টে নেমেছে। এ পতন বিগত চার মাসের সর্বোচ্চ। দিনের লেনদেনের শুরুতে আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে ৬৯৭০ পয়েন্ট ছাড়ানোর পর লেনদেন শেষ হওয়ার আগের মুহূর্তে ৬৮৩১ পয়েন্ট পর্যন্ত সূচক কমে যাওয়া বিবেচনায় নিলে সূচকের পতন হয়েছিল ১৩৯ পয়েন্ট।
শেয়ারবাজার-সংশ্নিষ্টরা জানান, 'ইউক্রেন যুদ্ধ' এ দরপতনের প্রধান কারণ হতে পারে। সকালে লেনদেন শুরুর পর বিভিন্ন ব্রোকারেজ হাউস ও বিনিয়োগকারীদের মধ্যে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক আক্রমণ বিষয়ে আন্তর্জাতিক ও দেশীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হতে থাকলে হঠাৎ ঊর্ধ্বমুখী ধারা থমকে যায়। লেনদেন শুরুর আধাঘণ্টা পরই দরপতন শুরু হয়। এ পতন লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত অব্যাহত ছিল।
দিনের লেনদেন পর্যবেক্ষণে দেখা যায়, আগের দিন বুধবারের ক্লোজিং অবস্থান ৬৯৪৮ পয়েন্ট থেকে বৃহস্পতিবার সূচকটির যাত্রা শুরু হয়। ১০ মিনিটের মধ্যে ২২ পয়েন্ট বেড়ে ৬৯৭০ পয়েন্ট ছাড়ায়। এর পরই পতন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত প্রায় টানা চলেছে। দুপুর আড়াইটায় লেনদেন শেষ হওয়ার আগ মুহূর্তে সূচকটি ১১৭ পয়েন্ট বা দিনের সর্বোচ্চ অবস্থানের তুলনায় ১৩৯ পয়েন্ট হারিয়ে ৬৮৩১ পয়েন্টে নামে। যদিও ক্লোজিং হিসাবে সূচকটি থামে ৬৮৩৯ পয়েন্টে।
গতকাল ডিএসইএক্সের অন্তর্ভুক্ত ৩৩৮ শেয়ারের মধ্যে ২৯৭টির পতন হয়েছে। দর বেড়েছে মাত্র ২৫টির। সূচকের বাইরে থাকা শেয়ার এবং তালিকাভুক্ত সিংহভাগ মিউচুয়াল ফান্ডের দরও একইভাবে কমেছে। সার্বিক হিসাবে ডিএসইতে কেনাবেচা হওয়া ৩৭৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩২৬টির দর কমেছে, বেড়েছে মাত্র ৩০টির এবং অপরিবর্তিত থেকেছে ২১টির দর। মাত্র তিনটি শেয়ারের দর ৫ শতাংশের ওপর বাড়লেও ২১টির কমেছে ৫ শতাংশের বেশি। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি ও বিদ্যুৎ খাতসহ ৮টি খাতের সব শেয়ার দর হারিয়েছে।
শেয়ারবাজারের অন্যতম প্রধান মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান সমকালকে বলেন, অনেক দিন ধরেই সূচক প্রায় একই জায়গায় ওঠানামা করছিল। বাজারে সুনির্দিষ্ট গতি ছিল না। গত বুধবার সূচক কিছুটা বাড়লেও আগের তিন দিনে বড় দরপতন হয়েছিল। এরই মধ্যে কিছু শেয়ারের দর কমায় অনেকের বিনিয়োগ আটকে গিয়েছিল। এ কারণে দৈনিক লেনদেনও হাজার কোটি টাকার নিচে নেমে যায়। বৃহস্পতিবার সকালে 'ইউক্রেনে যুদ্ধ লেগেছে'- এ খবরটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পরই শেয়ারদর কমতে থাকে। বড় কয়েকটি শেয়ারের দরপতনে সূচকে নেতিবাচক প্রভাব পড়ার পরই অনেক শেয়ারই দর হারায়। শেষ পর্যন্ত পতন বড় আকার নিয়েছে।
ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব বাংলাদেশের শেয়ারবাজারে কতদিন থাকবে- এমন প্রশ্নের উত্তরে আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এ যুদ্ধের সরাসরি কোনো প্রভাব আমাদের অর্থনীতিতে তেমন নেই। কিন্তু পরোক্ষ প্রভাব আছে। এ ধরনের যুদ্ধে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বিঘ্নিত হবে। এতে তেলের দাম বাড়বে। তেলের দাম বাড়লে সব পর্যায়ে উৎপাদন খরচও বেড়ে যাবে। এতে ব্যবসা প্রতিষ্ঠানগুলো মুনাফার ধারা বজায় রাখতে চাপে পড়তে পারে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের শেয়ারবাজারে দরপতন দীর্ঘায়িত হতে পারে বলে তিনি মনে করেন না।
এদিকে শেয়ারবাজার-সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে, সকালের দরপতন ক্রমে বড় পতনের দিকে ধাবিত হলে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সরাসরি হস্তক্ষেপ করেছে, পতন ঠেকাতে পুরোনো কৌশল অনুযায়ী বড় ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এবং সম্পদ ব্যবস্থাপক কোম্পানিগুলোকে শেয়ার বিক্রি না করে পারলে কেনার অনুরোধ জানায়। তবে এ অনুরোধ তেমন কোনো কাজ দেয়নি।
জানতে চাইলে শেয়ারবাজার বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনারারি অধ্যাপক আবু আহমেদ মনে করেন, নতুন যুদ্ধের দামামাই এ দরপতনের কারণ। শুধু বাংলাদেশ নয়, ইউক্রেনে যুদ্ধ শুরুর খবরে পুরো বিশ্বের সব শেয়ারবাজারে দরপতন হয়েছে। হয়তো আরও হবে। এটাই স্বাভাবিক। তাছাড়া আমাদের শেয়ারবাজার আগে থেকে অনেকটাই 'খারাপ' অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিল। যুদ্ধ এ পরিস্থিতিকে আরও কিছুটা খারাপ করে দিল। অনেক শেয়ার কোনো কারণ ছাড়াই অনেকখানি বেড়েছিল স্রেফ জুয়ার ওপর ভর করে। এ ধরনের পরিস্থিতিতে এসব শেয়ারই বেশি দর হারায়।