“সমবায় শক্তি, সমবায় মুক্তি” স্লোগানকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আওতাধীন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৩৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা ইউসিসিএ লিঃ হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ১৪৮টি সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও ক্যাশিয়ারগণ উপস্থিত ছিলেন। তারাগঞ্জ ইউসিসিএ লিঃ এর সভাপতি মোঃ ছাদেক আলী সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম, সদ্য পদোন্নতি প্রাপ্ত বদরগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সমবায়ী ডাঃ মোঃ নজরুল ইসলাম, শফিকুল ইসলাম মাস্টার, আহসানুল হক প্রমুখ।