আরডিআরএস-বাংলাদেশ এর বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস (বিবিএফজি) প্রজেক্টের আয়োজনে বৃহস্পতিবার(২৪ ফেব্রুয়ারি) রাজারহাট অফিসার্স ক্লাবে উপজেলা পর্যায়ে বাল্যবিয়েমুক্ত প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ-উজ-জামান, প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম, সমবায় কর্মকর্তা শাহআলম, চাকিরপশার ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম, ঘড়িয়ালডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রামাণিক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, কাজী-ইমাম-পুরোহিত-ঘটক অংশগ্রহণ করেন।